অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশ পেয়েছে লেখক, অনুবাদক ও কবি রাজু আলাউদ্দিন এর সাক্ষাৎকার বিষয়ক ৪টি বই। এগুলির মধ্যে রয়েছে একটি অনুবাদ গ্রন্থ আর তার নিজের নেওয়া সাক্ষাৎকারের ৩টি বই।
হোর্হে লুইস বোর্হেসের প্রতি তার ব্যক্তিগত আগ্রহ থেকে তাকে নিয়ে অনেকগুলি বই-ই প্রকাশ করেছেন তিনি। অনুবাদ করেছেন বোর্হেসের আত্মজীবনী। এবারের মেলাতেও বোর্হেস প্রদত্ত ৭টি সাক্ষাৎকারের অনুবাদ সম্পাদনা করেছেন রাজু আলাউদ্দিন। ‘হোর্হে লুইস বোর্হেসের সাথে সাতটি আলাপ’ নামে বইটি পাঞ্জেরী থেকে প্রকাশিত হয়েছে।
১৯৬৫ সালে শরীয়তপুরে জন্ম নিলেও রাজু আলাউদ্দিনের পড়াশোনা আর বেড়ে ওঠা ঢাকায়। কর্মজীবনের শুরুতে সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নেন। তবে ভিন্ন পেশার সূত্রে ১০ বছর তাকে দেশের বাইরেও থাকতে হয়েছিল। ইংরেজি এবং স্প্যানিশ ভাষা থেকে অনেক অনুবাদ করেছেন।
২১ ফেব্রুয়ারি (২০২০) রাজু আলাউদ্দিন এর সাথে তার নেওয়া গোলাম মুরশিদ এর সাক্ষাৎকারের বইটির ব্যাপারে আলাপ হয়। বইটির নাম, ‘গবেষণার দশানন: গোলাম মুরশিদের সঙ্গে আলাপচারিতা’। বইটি প্রকাশ করেছে বিপিএল। গবেষক গোলাম মুরশিদের সঙ্গে বিভিন্ন সময়ে লেখকের ৩টি আলাপচারিতা সংকলিত হয়েছে বইটিতে।
রাজু আলাউদ্দিনের সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন ফারহান মাসউদ।
লেখক লিংক: ফেসবুক প্রোফাইল । রকমারি
Comments are closed.