লেখক এবং গল্পকার সালাহ উদ্দিন শুভ্র জন্মগ্রহণ করেন আশির দশকে, ফেনিতে। পড়াশোনা শেষ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। পেশায় বর্তমানে তিনি একজন সাংবাদিক।

২০১১ সালে প্রকাশ হয় তার প্রথম গল্পের বই ‘মানবসঙ্গবিরল’। তার আগে ব্লগে লেখালেখি করতেন। প্রথম বইয়ের ৩ বছর পরে প্রকাশিত হয় তার উপন্যাস ‘গায়ে গায়ে জ্বর’। এরপরে প্রকাশ করেন গল্পের বই, ‘মেয়েদের এমন হয়’।

অমর একুশে বইমেলা ২০২০ এ প্রকাশ পায় তার প্রথম সায়েন্স ফিকশন ‘আলোয় অন্ধ শহর’। প্রকাশ করে ‘বৈভব’ প্রকাশনী। লেখক আজ থেকে দেড়শো বছর পরের ঢাকার পটভূমিতে উপন্যাসটি লিখেছেন। গল্পের নায়ক রিমেক মারা যায় ২০২০ সালে। এরপরে ২১৭১ সালে চেতনা ফিরে পাবার পরে সে বুঝতে পারে, সে ব্রেইন ট্রান্সপ্ল্যান্টের শিকার। তার পরিচয় হয় নতুন মানুষদের সঙ্গে। সে নিজেকে আবিষ্কার করতে থাকে নতুন নতুন পরিস্থিতিতে। উপন্যাসের কাহিনী আগানোর সাথে সাথে রহস্যের জট খুলতে থাকে।

প্রথমবারের মতো সায়েন্স ফিকশন লেখা নিয়ে লেখকের অনুভূতি, অভিজ্ঞতা, লেখার প্রক্রিয়া ছাড়াও অন্যান্য অনেক বিষয় নিয়ে গত ২৯ ফেব্রুয়ারি, মেলার শেষ দিনে আলাপ হয় তার সাথে। সাক্ষাৎকার নিয়েছেন ফারহান মাসউদ।

লেখক লিংক: ফেসবুকরকমারি

নিচে সালাহ উদ্দিন শুভ্রের সাক্ষাৎকারের ইউটিউব ভিডিও: