২০১৯ সালে প্রতিটা প্রাপ্তবয়স্ক আমেরিকান ব্যক্তি গড়ে ১০.৫ বার লাইব্রেরিতে গিয়েছে। সিনেমায় যাওয়া সহ অবসরযাপনের অন্যান্য মাধ্যমগুলির চাইতে এই সংখ্যা বেশি। গলআপ পোল নামের নতুন একটি জরিপে এই তথ্য উঠে এসেছে।

জরিপে অংশগ্রহণকারীদের জিজ্ঞেস করা হয়েছিল গত বছর, অর্থাৎ ২০১৯ সালে তারা কতবার সিনেমা হল, স্পোর্টিং ইভেন্ট, লাইভ মিউজিক বা কনসার্ট, থিয়েটার ইভেন্ট, হিস্টোরিক পার্ক, ক্যাসিনো, থিম পার্ক অথবা চিড়িয়াখানায় গিয়েছে। প্রাপ্ত ফলাফল থেকে দেখা গেছে প্রথম স্থানে আছে লাইব্রেরি।

দ্বিতীয় অবস্থানে আছে সিনেমা হলে যাওয়া। প্রত্যেক আমেরিকান গড়ে ৫.৩ বার সিনেমা হলে গিয়েছে।

এই জরিপটা করা হয়েছে ২০০১ সালে করা একই জরিপ আপডেট করার জন্য। ২০০১ থেকে ২০১৯, এই সময়কালে অবসরযাপনের অন্যান্য মাধ্যমগুলির অবস্থা একই আছে, শুধু সিনেমায় যাওয়ার ব্যাপারটা কমেছে। সিনেমায় যাওয়া কমেছে গড়ে ১.৩ বার। নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমের মত স্ট্রিমিং নেটওয়ার্কের কারণে এরকম হয়ে থাকতে পারে।

তবে কোথাও যাওয়ার ব্যাপারটা ২০০১ এর তুলনায় অনেক বেড়েছে। এখন আমেরিকানরা আগের চেয়ে বেশি মিউজিয়াম, লাইভ মিউজিক, থিয়েটার ও ন্যাশনাল পার্কে যাচ্ছে।

জরিপে এও দেখা গেছে, কোথাও যাওয়ার ক্ষেত্রে নারী ও পুরুষের হার সমান। অর্থাৎ, পুরুষরা যতবার যাচ্ছেন, নারীরাও ততবার যাচ্ছেন। তবে লাইব্রেরিতে যাওয়ার ক্ষেত্রে এটা ভিন্ন। পুরুষদের তুলনায় নারীদের লাইব্রেরিতে যাওয়ার হার দ্বিগুণ। তবে ক্যাসিনো ও স্পোর্টিং ইভেন্ট বা খেলার অনুষ্ঠান, ন্যাশনাল ও হিস্টোরিকাল পার্কে যাওয়ার ক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষের সংখ্যা বেশি।

আরো একটা মজার ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এই জরিপ থেকে। তরুণদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ছে। ১৮ থেকে ২৯ বছর বয়সীরা অন্যান্য বয়সের মানুষের তুলনায় বেশি বেশি লাইব্রেরিতে যাচ্ছেন। গলআপ বলছে এটা সম্ভবত একারণে যে কলেজে যারা পড়ে তারা লাইব্রেরিতে বেশি যায় পড়াশোনা করার জন্য।