২০২২ এর এই বইমেলায় প্রকাশিত হয়েছে কবি জহির হাসানের তৃতীয় গদ্যের বই ‘বিম্ব যেটুকু দেখায় : উৎপলকুমার বসুর কবিতা’। বইটি প্রকাশ করেছে বৈভব প্রকাশন।
বইটি মূলত উৎপলকুমার বসুর ইন্টারভিউ, কবিতা ও অন্যান্য বিষয়ের সংকলন। ইন্টারভিউতে জহির হাসান কথা বলেন বইয়ের নামকরণ, কবি উৎপলকুমার বসুর কবিতা, উৎপলকুমার বসুর সঙ্গে পরিচয় ও তাকে কাছ থেকে দেখা, তিনি কীভাবে দেখেন তাকে এবং বইয়ের অন্যান্য দিক নিয়ে। কলকাতা ও ঢাকার সাহিত্য এবং সাহিত্য ও সংস্কৃতিতে আসা পরিবর্তন নিয়েও কথা বলেন।
বইটি দুইভাগে বিভক্ত। বইয়ের লেখাগুলি তিনি লেখা শেষ করেন ১৩/১৪ বছর আগে। এটি তার তৃতীয় গদ্যের বই।
প্রবন্ধ বা গদ্যের বাইরে জহির হাসানের ১২টি কবিতার বই আছে।
২২ ফেব্রুয়ারি কবির সাক্ষাৎকার গ্রহণ করেন ফারহান মাসউদ।
আরো পড়ুন: কাজী জহিরুল ইসলামের আলাপে কবি-সাহিত্যিকদের ভেতরের গল্প
Comments are closed.