করোনা ভাইরাস মহামারী নিয়ে উদ্বিগ্ন শিশুদেরকে মানসিক শক্তি জোগানোর জন্য গল্পের বই লিখেছেন ইংল্যান্ডের সাউদ্যাম্পটনের একজন নার্স।
সাউদ্যাম্পটন শিশু হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে নার্স হিসেবে কাজ করেন মলি ওয়াটস। গত সপ্তাহে নাইটশিফটে হাসপাতালে কাজ করার পরে একটা অনলাইনে শিশুদের জন্য ছবিওয়ালা একটা গল্পের বই লিখেছেন তিনি। এই বইয়ের মূল চরিত্র ডেভ নামের একটা কুকুর। বইয়ের নাম ‘ডেভ দ্য ডগ ইজ ওরিড অ্যাবাউট করোনাভাইরাস’। অর্থাৎ, কুকুর ডেভ করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন।
বইটা অনলাইনে ফ্রি পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত বইটা ১৫ হাজারেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। ইংল্যান্ডের অনেক স্কুল বাচ্চাদের বাবা-মাকে বইটার ডাউনলোড লিংকও পাঠিয়ে দিয়েছে।
মলি ওয়াটস জানিয়েছেন তিনি শিশুদেরকে ভয়হীন তথ্য দিতে চান। করোনা ভাইরাস মহামারী যখন ছড়িয়ে পড়ছিল, সেই শুরুর দিকে তিনি কিছু কবিতা ও গল্প লিখেছিলেন এবং সেগুলি তিনি নিজে নিজে প্রকাশ করার পরিকল্পনা করছিলেন।
বইয়ের গল্পে দেখা যায়, ডটি নামের একটা পেঁচা পেশায় নার্স। সেই পেঁচা নার্স ডটি করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত কুকুর ডেভকে করোনা ভাইরাসের ব্যাপারে সবকিছু ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়। করোনা ভাইরাস কী, কীভাবে কাজ করে, কীভাবে ভাইরাসটিকে এড়িয়ে চলা যায় ও প্রতিরোধ করা যায় এইসব বিষয়ে গল্পের মাধ্যমে বাচ্চাদেরকে বুঝিয়ে বলা হয়েছে।
মলি ওয়াটস বলেছেন, বাচ্চাদের রুটিনে খুব বড় একটা পরিবর্তন এসেছে এবং খবরে অনেক বেশি গল্প পাওয়া যাচ্ছে, যেগুলি এই সময়টাকে ভয়ঙ্কর করে তুলেছে।
মলি আরো বলেছেন, আমাকে অনেক মানুষই বলেছেন যে তাদের বাচ্চারা সত্যিই খুব উদ্বিগ্ন ও আতঙ্কিত হয়ে পড়েছে এবং বুঝতে পারছে না আসলে কী হচ্ছে। আমার মনে হয়, এই গল্পটা পড়লে এটা তাদেরকে ভালো বোধ করতে সাহায্য করবে।
বইটার ডাউনলোড লিংক: Dave the Dog is worried about coronavirus
Comments are closed.