এবারের বইমেলায় (২০২২) কাজী জহিরুল ইসলাম বই করেছেন ৫টি। ৩টি কাব্যগ্রন্থ ও ২টি প্রবন্ধের বই।

কাব্যগ্রন্থ ‘গাছ হও’ ও ‘পক্ষহীন শিড়দাঁড়া’ বের করেছে অগ্রদূত, নির্বাচিত ১০০ কবিতা এসেছে এশিয়া পাবলিকেশনস থেকে। প্রবন্ধের বই ‘নন্দনতত্ত্বের ডার্করুম’ ও ‘উত গদ্যবীজ’ প্রকাশিত হয়েছে যথাক্রমে অগ্রদূত ও স্কলার্স পাবলিশার্স থেকে।

ইন্টারভিউতে কবি সাহিত্য রাজনীতি, নিজের সাহিত্য ও এবার প্রকাশিত বই নিয়ে আলাপ করেন। পেশাগতভাবে তিনি জাতিসংঘে কর্মরত আছেন।

এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৭৫।

লেখক লিংক: ফেসবুকরকমারি

২৪ ফেব্রুয়ারি কবির সাক্ষাৎকার গ্রহণ করেন ফারহান মাসউদ।