বইমেলা ২০২২ এ প্রকাশিত হলো কবি আলতাফ হোসেনের কাব্যগ্রন্থ ‘আবার আগের দিন এল’। বইটি প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশন।

ইন্টারভিউতে কবি আলতাফ হোসেন কবিতা লেখার প্রক্রিয়া ও আরো নানা বিষয় নিয়ে কথা বলেন। এটি তার ১১তম কবিতার বই। বইটি তিনি ২০/২৫ দিন আগে করবেন বলে সিদ্ধান্ত নেন।

বইয়ের নাম ‘আবার আগের দিন এল’ কেন রাখলেন প্রশ্ন করলে তিনি বলেন, আগের দিনে ফিরে আসার উপলব্ধিই তাকে এই নামটি ঠিক করতে সাহায্য করেছে।

এ পর্যন্ত তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১১টি, প্রবন্ধের বই ৩টি ও উপন্যাস ১টি।

২০১৫ সালে তিনি কবিতায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। ২০০০ সালে ‘বলি যে তারানা হচ্ছে’ কাব্যগ্রন্থের জন্য আলাওল পুরস্কার পান।

‘আবার আগের দিন এল’ বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় ঐতিহ্যের প্যাভিলিয়ন-৩৫ এবং ঐহিত্য প্রকাশনীর ভেরিফায়েড ফেসবুক পেইজে।

লেখক লিংক: ফেসবুকরকমারি

২০ ফেব্রুয়ারি কবির সাক্ষাৎকার নেন ফারহান মাসউদ।