বইমেলা ২০২০-এ প্রকাশিত হয়েছে কবি ও লেখক সাইয়েদ জামিলের কাব্যগ্রন্থ ‘ভজহরি সাহা স্ট্রিট’। বইটির প্রকাশ করেছে ৫২ (বায়ান্ন) প্রকাশন।

কবিতা ও শিশুসাহিত্য মিলিয়ে এ পর্যন্ত তার দশের অধিক বই প্রকাশিত হয়েছে। কবিতা ছাড়া তার একটি গানের বইও প্রকাশিত হয়েছে, নাম ‘সাইয়েদ জামিলের গান: প্রথম খণ্ড’।

বইয়ের নামকরণ প্রসঙ্গে তিনি সাক্ষাৎকারে বলেন, “আমি যেই রাস্তায় থাকি, আমার বাসার যে রাস্তা তার নাম হচ্ছে ভজহরি সাহা স্ট্রিট। এই বইয়ের কবিতাগুলো এই বাসায় থেকেই লেখা। তো পরবর্তীতে জাস্ট এই রাস্তার নামেই নামকরণ… দুটো কবিতার মধ্যে এই রাস্তার প্রসঙ্গ আছে। এই রাস্তায় একসময় শহীদুল জহির থাকতেন। জাস্ট মনে হলো যে এই নামটা আমি দিতে পারি।”

ভজহরি সাহা কাব্যগ্রন্থে কবিতা আছে মোট ২৭টি। তিনি কবিতাগুলির ধরন বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “এইখানে একটা দুইটা প্রেমের কবিতাও আছে, এইখানে রাজনৈতিক কবিতা আছে, এখানে আছে কালচারাল পলিটিক্সের যে বিষয়―সেই বিষয় নিয়ে।… শেষের একটা কবিতা আছে যেটা দার্শনিক একটা ভিত্তি দেয়ার চেষ্টা করছে। আর বাকি কবিতা সব হচ্ছে ন্যারেশন বা একদম বর্ণনাধর্মী কবিতা। একটা শুধুমাত্র আছে স্বরবৃত্ত ছন্দে।”

গত ২৫ ফেব্রুয়ারি ২০২০ সাইয়েদ জামিলের এই সাক্ষাৎকারটি গ্রহণ করেন শৈলী নাসরিন।

লেখক লিংক: ফেসবুক ।  রকমারি