কামরুজ্জামান কামুর জন্ম ১৯৭১ সালের ৩১ জানুয়ারি গাইবান্ধা জেলায়। পড়াশোনা শেষ করেন রংপুরের কারমাইকেল কলেজ থেকে। পেশাজীবনের প্রথম পর্যায়ে কাজের ক্ষেত্র হিসেবে তিনি সাংবাদিকতাকে বেছে নেন। এরপরে নানান প্রতিষ্ঠানের অডিও-ভিজ্যুয়াল নির্মাণের সাথে যুক্ত ছিলেন। এই পর্যন্ত প্রকাশিত তার কাব্যগ্রন্থের সংখ্যা ৯টি। যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মামুজির নৌকায়’, ‘আমি রোহিঙ্গা’, ‘কবি মুখপত্রহীন’ এবং ‘কবিতাসংগ্রহ’।
২০২০ সালের বইমেলায় প্রথমা থেকে প্রকাশিত হয় তার সর্বশেষ কাব্যগ্রন্থ ‘আমাকে এবার পিছমোড়া করো’। বইয়ের ফ্ল্যাপ থেকে বইটি সম্পর্কে উল্লেখযোগ্য কিছু অংশ তুলে ধরা যায়। যেমন, “এখানে তিনি কখনো অন্তর্মুখী, কখনো মুখর। ভিন্ন ভিন্ন কবিতার ক্ষেত্রে এ কথা যেমন প্রযোজ্য, তেমনি একটি কবিতার মধ্যেও তা একই সঙ্গে মূর্ত হয়ে ওঠে। এই বৈচিত্রই বইটির প্রধান বৈশিষ্ট্য।”
বইটিতে যেমন আছে দৈনন্দিন জীবনের রসাত্মক কবিতা, তেমন আছে কঠিন বাস্তবতার নান্দনিক বয়ান। কবিতাগুলিতে অনেক স্তরের কূটাভাস ব্যবহার করা হয়েছে। স্যাটায়ার, বক্রোক্তি ছাড়াও কবি অনেক শব্দের নতুন অর্থ আরোপের নিরীক্ষা করেছেন কবি।
মেলায় প্রকাশিত ‘আমাকে এবার পিছমোড়া করো’ বইটি নিয়ে কবির সাক্ষাৎকার গ্রহণ করেন ফারহান মাসউদ।
নিচে কামরুজ্জামান কামুর সাক্ষাৎকারের ইউটিউব ভিডিও:
Comments are closed.