বইমেলা ২০২০-এ প্রকাশিত হয়েছে ফয়জুল ইসলামের গল্পগ্রন্থ ‘বখতিয়ার খানের সাইকেল’। এটি তার পঞ্চম গল্পগ্রন্থ, প্রকাশ করেছে সমগ্র প্রকাশন।

বইয়ে ৫টি গল্প আছে। গল্পগুলি শহর জীন নিয়ে লেখা। মানুষের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে। বসবাসের জন্যে শহর কেমন, তার ব্যবস্থাপনার উপযুক্ততা, নাগরিকদের দুর্দশা-অসহায়ত্ব, তার কোনো সমাধান না হওয়া, দারিদ্র্য, নারী পুরুষের প্রতিশোধপরায়ণ রাজনৈতিক সম্পর্ক, নারীর প্রতি পুরুষের সহিংস আচরণ―এই বিষয়গুলি উঠে এসেছে তার এবারের গল্পগ্রন্থে।

নিয়মিত গল্প লিখলেও তার লেখালেখির শুরু হয় কবিতা দিয়ে। সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে বলেন, “অল্প বয়সে কবিতা লেখার চেষ্টা সবাই করে। সে রকম চেষ্টা ছিল, কিন্তু প্রফেশনালি কবিতা লেখা আমার কখনো হয়নি। গল্পটাই আমি লিখতে চাইছিলাম।”

গত ২৬ ফেব্রুয়ারি মেলায় সাক্ষাৎকারটি নিয়েছেন নাসিফ আমিন।

লেখক লিংক: ফেসবুকরকমারি