এবছর বইমেলায় মেলায় প্রকাশিত হয়েছে ঝর্না রহমানের গল্পগ্রন্থ ‘সমাধি প্রাঙ্গণে দুই বোন’। প্রকাশক ঐতিহ্য।

এটি তার ২০তম গল্পগ্রন্থ। গল্পের পাশাপাশি প্রবন্ধ, উপন্যাস, কবিতা, শিশুকিশোর সাহিত্য, ছড়া, ভ্রমণ ইত্যাদি লেখেন। সম্পাদিত বই ছাড়া তার মৌলিক বইয়ের সংখ্যা পঞ্চাশেরও বেশি।

লেখালেখির বাইরে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। এখন ‘পরমকথা’ ও ‘অগ্রসর বিক্রমপুর’ নামে দুটি লিটল ম্যাগ সম্পাদনা করছেন।

ইন্টারভিউতে লেখক তার সাহিত্যজীবন, লেখালেখির শুরু, বই ও বর্তমানে সাহিত্যের অবস্থা নিয়ে কথা বলেন।

গত ৯ মার্চ লিটল ম্যাগ চত্বরে লেখকের ইন্টারভিউ নেন ফারহান মাসউদ।

লেখক লিংক: ফেসবুকরকমারি