কবি, ঔপন্যাসিক ও অনুবাদক মাসরুর আরেফিন এর দ্বিতীয় উপন্যাস ‘আলথুসার’ প্রকাশ করেছে প্রথমা। ফরাসি মার্ক্সবাদী দার্শনিক লুই আলথুসার ছিলেন ‘দমন-পীড়নমূলক রাষ্ট্রযন্ত্র’ তত্ত্বের জনক। ১৯৮০ সালে যিনি নিজের স্ত্রীকে খুন করেন। এর আগে লন্ডনের এক বাসায় তিনি স্লিপওয়াক করতেন। অনেকেই ভাবেন, স্লিপওয়াকই তার স্ত্রী হত্যার কারণ। সেই দার্শনিকের বাসা দেখতেই উপন্যাসের নায়ক যান লন্ডনে। একই সময়ে সেখানে চলছিল পরিবেশবাদী দল ‘এক্সটিংকশন রেবেলিয়ন’ এর আন্দোলন। সেখান থেকেই কাহিনির শুরু।

লেখকের মতে, এই উপন্যাসে তিনি বিভিন্ন স্তরে কাজ করেছেন। তিনি তার লেখায় এনেছেন সামাজিক আন্দোলনের কথা, এনেছেন জীবনানন্দের কথা।

মাসরুর আরেফিনের প্রথম উপন্যাস ‘আগস্ট আবছায়া’ প্রকাশিত হয়েছিল গত বইমেলায়। এবারের মেলায় তার দুটি কাব্যগ্রন্থও প্রকাশিত হয়েছে। একটি পাঠক সমাবেশ থেকে ‘পৃথিবী এলোমেলো সকালবেলায়’। অন্যটি পুনর্মুদ্রণ, ‘ঈশ্বরদী, মেয়র ও মিউলের গল্প’, প্রকাশক বাতিঘর।

মাসরুর আরেফিনের সাক্ষাৎকার নিয়েছেন ফারহান মাসউদ।