বইমেলা ২০২০-এ প্রকাশিত হয়েছে রিমঝিম আহমেদের উপন্যাস ‘বিস্ময়চিহ্নের মতো’। প্রকাশক বাতিঘর।
‘বিস্ময়চিহ্নের মতো’ উপন্যাসটি একজন নারীকে ঘিরে। সেতারা নামের একজন নারীর ডায়েরি পাওয়া যায়। গ্রামবাংলার সবুজের মধ্যে বেড়ে ওঠা এক বালিকার নারী হয়ে ওঠা ও তার ডায়েরিকে ঘিরে শহরের লেখক সমাজে তার ডায়েরি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি, গ্রামবাংলার প্রকৃতি―এ সবকিছু নিয়েই উপন্যাসটি।
তিনি এই বইটি সম্পর্কে সাক্ষাৎকারে বলেন, “আমি প্রথম যখন কবিতার বই বের করি ১৬ সালে, তখন আমার মনে হলো আমি উপন্যাসই লিখব একটা। মাথায় সেট করা ছির। কখনো গদ্য লিখলে আমি এইটা লিখব। তখন থেকেই ছোট ছোট করে এগোচ্ছিলাম।”
‘বিস্ময়চিহ্নের মতো’ তার প্রথম উপন্যাস। এর দ্বিতীয় পার্ট আসতে পারে বলে তিনি জানান।
রিমঝিম আহমেদ মূলত কবি। পেশায় উন্নয়নকর্মী। বেড়ে ওঠা চট্টগ্রামে, থাকেনও সেখানে। এর আগে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত তার ৪টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারি ২০২০ লেখকের সাক্ষাৎকার নিয়েছেন শৈলী নাসরিন।
Comments are closed.