বইমেলা ২০২২-এ প্রকাশিত হয়েছে লেখক সাজিদ উল হক আবিরের প্রথম উপন্যাস ‘শহরনামা’। এটি তার ৭ম বই। বইটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স।

সাক্ষাৎকারে লেখক তার উপন্যাসের সময়কাল, গল্প ও অনুপ্রেরণা নিয়ে কথা বলেন। বইটির বাইরেও লেখক জীবন, বেড়ে ওঠা ও লেখার প্রক্রিয়া নিয়ে আলাপ হয়।

লেখকের এর আগে প্রকাশিত বইগুলির মধ্যে আছে চারটি গল্পগ্রন্থ, একটি অনুবাদ ও একটি কবিতা সংকলন।

২৩ ফেব্রুয়ারি লেখকের সাক্ষাৎকার নেন ফারহান মাসউদ।

লেখক লিংক: ফেসবুকরকমারি