বইমেলা ২০২০ এ প্রকাশিত হয়েছে তামিম ইয়ামীনের কবিতার বই ‘প্রায় প্রেম’। বইটির প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশনী।
‘প্রায় প্রেম’ তার প্রথম বই। বই প্রকাশ একটু দেরিতে শুরু করলেও তিনি মনে করেন তার এই বইয়ে যথেষ্ট সাড়া পেয়েছেন। বইয়ের নাম, প্রচ্ছদ সব মিলিয়ে মানুষ বইটা পছন্দ করেছে। তার সঙ্গে ভবিষ্যতে আরো বই প্রকাশ করার কথা জানান।
এএই বইয়ের নামকরণের ব্যাপারে তিনি বলেন, নামটি তার স্ত্রীর পরামর্শে দেয়া। বইয়ে একটা কবিতা আছে এই নামে। সেখান থেকে এই নামের উৎপত্তি। এর বাইরে ‘প্রায় প্রেম’-কে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ”আপনি যখন প্রেমকে স্পর্শ করবেন, আপনি আসলে সারা পৃথিবীই স্পর্শ করবেন। প্রেমের মাধ্যমে আপনি পৃথিবীকে দেখতে পারেন।”
তামিম ইয়ামীন মনে করেন সাহিত্যের প্রতি তার আগ্রহ তৈরি হয়েছে আসলে তার নানির কারণে। সেই ছোটবেলাতেই, “আমার জন্ম হচ্ছে বিষ্ণুপুর নামে একটা গ্রামে। গারো পাহাড়ের পাদদেশে একদম। যার পাশ দিয়ে সোমেশ্বরী নদী বয়ে গিয়েছে। গারো পাহাড় থেকে যখন হিম ঠাণ্ডা বাতাস বইতো, নানি আমাকে লেপের নিচে নিয়ে গল্প বলতেন। নানা ধরনের গল্প। সেগুলো যে খুব গুরুত্বপূর্ণ কোনো গল্প তা না। কিন্তু খুব গুছিয়ে উনি বলতেন। সেখান থেকেই হয়ত সাহিত্য বা গল্প এগুলার মধ্যে একটা ইন্টারেস্ট আমার তৈরি হয়েছিল।”
কবিতা লেখা বা সাহিত্যের বাইরে পেশাজীবনে তিনি একজন সরকারি কর্মকর্তা। বর্তমানে জামালপুরের মেলান্দহে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বর্তমানে কর্মরত আছে। পরিবার নিয়ে থাকেন সেখানেই।
এই বইমেলায় ২১ ফেব্রুয়ারি কবির সাক্ষাৎকার নেন ফারহান মাসউদ।
Comments are closed.