বইমেলা ২০২২ এ প্রকাশিত হয়েছে আবিদুল ইসলাম এর অনুবাদের বই ‘শ্রেণী-সংগ্রামের বিকাশের বিষয়ে কতিপয় মৌলিক প্রশ্ন’। এটি আলবেনিয়ার কমিউনিস্ট নেত্রী নেশমিয়ে হোক্সার (১৯২১ – ২০২০) একটি বক্তৃতার অনুবাদ।

বইটি প্রকাশ করেছে বাঙ্গালা গবেষণা। ‘শ্রেণী-সংগ্রামের বিকাশের বিষয়ে আলবেনিয়ার পার্টি অব লেবার-এর বিপ্লবী নীতির কতিপয় মৌলিক প্রশ্ন’ শিরোনামের এ বক্তৃতা ১৯৭৭ সালে দেন নেশমিয়ে হোক্সা।

সাক্ষাৎকারে লেখক বইয়ের বিষয়বস্তু এবং আলবেনিয়ার তখনকার রাজনৈতিক অবস্থার ব্যাপারে বলেন। এছাড়াও দেশে বাম ঘরানার বই প্রকাশের বর্তমান অবস্থা নিয়ে নিজের মতামত জানান।

২৩ ফেব্রুয়ারি লেখকের সাক্ষাৎকার গ্রহণ করেন ফারহান মাসউদ।

লেখক লিংক: ফেসবুক ।  রকমারি