বইমেলা ২০২০-এ প্রকাশিত হয়েছে লেখক ও কথ্যাসাহিত্যিক সালমা বাণীর উপন্যাস ‘ইমিগ্রেশন’। বইটির প্রথম সংস্করণ বের হয়েছিল ২০১৪ সালে, ‘সংবেদ’ থেকে।

সালমা বাণী প্রবাসী লেখক। ১৯৯২ সাল থেকে কানাডায় আছেন। বাংলাদেশ থেকে কানাডায় গিয়ে স্থায়ী হওয়া, সেখানকার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো, প্রবাসী বাংলাদেশীদের স্বপ্ন, লড়াই, কষ্ট, ব্যর্থতা, পরিবারকে ছেড়ে বহুদূরে থাকা―এই অভিজ্ঞতাগুলি থেকে তিনি ‘ইমিগ্রেশন’ উপন্যাসটি লিখতে শুরু করেন।

সাক্ষাৎকারে বাণী বলেন, বইটা পড়লেই আমাদের এখান থেকে যারা গেছে, কীভাবে জীবন তারা যাপন করেছে সেটা দেখতে পাবেন।

তিনি বইটি উৎসর্গ করেছেন, পশ্চিম বঙ্গের বিখ্যাত কথাসাহিত্যিক দেবেশ রায়’কে। বইটির ফ্ল্যাপে দেখা যায়, দেবেশ রায় তার এই বই সংম্পর্কে বলেছেন, “সারা নভেলে শুধু মানুষ আর মানুষ। মানুষের শেষ নেই। কিন্তু প্রত্যেকে আলাদা।”

তার লেখালেখির শুরু ২০০০ সালে, সেটিও প্রবাসীদের জীবন নিয়ে লেখা একটি উপন্যাস দিয়ে, নাম ‘নিন্দিত উত্তরণ’। ২০১৫ সালে তিনি জেমকন সাহিত্য পুরস্কার পান।

বইটির বর্তমান সংস্করণ প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। পৃষ্ঠা সংখ্যা ৬১০, মুল্য ১২০০। পাওয়া যাচ্ছে রকমারিতেও।

বইমেলায় ২৬ ফেব্রুয়ারি তারিখে লেখকের সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সাদ রহমান।


লেখক লিংক: ফেসবুকরকমারি