এমন অনেক বই বের হইছে তার খবর আপনি জানেনও না। তাই কেনাও হয় নাই।
মিডিয়াও আছে কেবলই বড় বড় আর ভালো ভালো লেখকদের নিয়া। তাই আপনার জানাও হয় না অনেক নতুন ও বিচিত্র বইয়ের কথা।
বই-পত্র ডটকম আসতেছে এই রকম বইয়ের কোনটা কোথায় পাওয়া যায়, কে তা লিখছে, কারা প্রকাশ করলো, আর তার বিষয়-টিশয় কী, সেই খবরটা যাতে আপনি পান তা নিশ্চিত করতে।
সঙ্গে থাকতেছে লেখক, প্রকাশক এবং ক্রেতা-পাঠকদের কথা। বইমেলা শেষ হইলেই বই-পত্র ডটকমের খবর দেওয়া শেষ হইয়া যাবে না। বরং আসল শুরু তখনই।
থাকতেছে লেখকদের ব্লগ, জাস্ট বই বিষয়ে ব্লগ।
আমাদের ছোট প্রস্তুতি ছোট রাখতে চাই, অথেনটিসিটি বা যা যেমন তা তেমন রাখতে গেলে যে রকম রাখতে হয় সব কিছু সেই রকম ভাবে আমরা আসতেছি। আজকেই আসতেছি আমরা।
ধীরে ধীরে, খুচরা খুচরা ভাবে। যেই জাকজমক মূলত সব জিনিসকে এক জিনিসে পর্যবসিত করে তেমন জাকজমক এড়াইয়া।
আমাদের ফলো করুন ফেসবুকে।
লিংক: fb.com/boipotrodotcom/
Comments are closed.