গোলাপের নাম নামে জি এইচ হাবীবের অনুবাদে উমবের্তো একো’র বিশ্ববিখ্যাত উপন্যাস দ্য নেইম অব দ্য রোজ আজ (২৫ ফেব্রুয়ারি ২০২০) প্রকাশিত হলো। দীপঙ্কর দাশ এর প্রকাশনা প্রতিষ্ঠান বাতিঘর থেকে। বইটি পাবেন বইমেলায় বাতিঘর এর স্টলে। স্টল নম্বর ৪৪৩-৪৫।

ইতালির দার্শনিক, চিহ্নবিজ্ঞানী, ঐতিহাসিক ও সাহিত্য সমালোচক উমবের্তো একো’র (১৯৩২-২০১৬) প্রথম উপন্যাস এটি। ইতালীয় ভাষায় এর নাম Il nome della rosa। প্রথম প্রকাশিত হয় ১৯৮০ সালে। এর ৩ বছর পরে ১৯৮৩ সালে উপন্যাসটির ইংরেজি অনুবাদ করেন উইলিয়াম উইভার। The Name of the Rose নামে।

বাংলায় মূল বইয়ের ৪০ বছর পর আজ প্রকাশিত হলো গোলাপের নাম

সোমবার ২৪ ফেব্রুয়ারি গোলাপের নাম নিয়ে বই-পত্র ডটকম থেকে অনুবাদক জি এইচ হাবীব এর সাক্ষাৎকার নিয়েছেন ফারহান মাসুদ। সাক্ষাৎকারে বইটির অনুবাদ প্রক্রিয়া, প্রোডাকশন ও অন্যান্য বিষয়ে বিস্তারিত আলাপ করেন অনুবাদক জি এইচ হাবীব।