লেখক মশিউল আলমের গল্পগ্রন্থ ‘দুধ’ প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। বইটি মাওলা ব্রাদার্সে পাওয়া যাচ্ছে। প্যাভিলিয়ন নম্বর ২৯।
বইটির নামগল্প ‘দুধ’ হিমাল সাউথ-এশিয়ান শর্ট স্টোরি কমপিটিশন-২০১৯-এ সেরা পুরস্কার পেয়েছে। প্রতিযোগিতায় মোট ৩২৭টি গল্প জমা পড়েছিল। ‘মিল্ক’ নামে গল্পটি ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন শবনম নাদিয়া।
মেলায় প্রকাশিত বইটিতে মোট ৭টি গল্প আছে।
গত ২৫ ফেব্রুয়ারি লেখক মশিউল আলমের সাক্ষাৎকার নেন আয়মান আসিব স্বাধীন।
Comments are closed.