লেখক ও সাংবাদিক পারমিতা হিম এর প্রথম উপন্যাস ‘নারগিস’ প্রকাশিত হয় ২০১৮ সালে। বইটি বহিঃপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছিল। লেখকের মতে, ‘নারগিস লেখা হয়েছে কম, ভাবা হয়েছে বেশি।’

২০২০ এর বইমেলায় প্রকাশিত হয়েছে নারগিসের দ্বিতীয় সংস্করণ। পরিবেশক কথাপ্রকাশ। বইমেলায় ৯ নম্বর প্যাভিলিয়নে, কথাপ্রকাশ স্টলে, বইটি পাওয়া যাচ্ছে।

২৩ ফেব্রুয়ারি পারমিতা হিমের সাক্ষাৎকারটি নেন ফারহান মাসউদ।