কবি ও লেখক সাদাত হোসাইনের মোট ৪টি বই প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। অন্যপ্রকাশ থেকে (প্যাভিলিয়ন নম্বর ২১) উপন্যাস ‘মেঘেদের দিন’ ও ‘মরণোত্তম’। সর্বশেষ উপন্যাস ‘অর্ধবৃত্ত’ প্রকাশ করেছে অন্যধারা। তার কবিতার বই ‘তোমাকে দেখার অসুখ’ও বের করেছে অন্যধারা। বইমেলায় অন্যধারার স্টল নম্বর ৫৯৯-৬০২।

লেখালেখির জন্য এ পর্যন্ত চারটি পুরস্কার পেয়েছেন সাদাত হোসাইন।

সাক্ষাৎকারে সাদাত হোসাইন তার সৃজনশীল কাজের বিভিন্ন দিক, ধারা, সিনেমা নির্মাণ, তাকে নিয়ে সমালোচনা, তার ব্যক্তিজীবনসহ আরো নানা প্রসঙ্গে বলেছেন। তিনি বলেন, উপন্যাস লেখা কিংবা চলচ্চিত্র নির্মাণ যাই করি না কেন, আমি নিজেকে একজন স্টোরিটেলার হিসেবে পরিচয় দিতে ভালোবাসি।

সাদাত হোসাইন এর প্রথম উপন্যাস ‘আরশিনগর’ (২০১৫)। এরপর ধারাবাহিকভাবে লিখেছেন ‘অন্দরমহল’, ‘মানবজনম’, ‘নিঃসঙ্গ নক্ষত্র’, ‘নির্বাসন’, ‘ছদ্মবেশ’।

২৫ ফেব্রুয়ারি (২০২০) সাদাত হোসাইনের সাক্ষাৎকারটি গ্রহণ করেন ফারহান মাসউদ।