বইমেলায় প্রকাশিত হয়েছে জান্নাতুল ফেরদৌস ঊর্মির বই ‘লোকসঙ্গীতের অনন্য সাধক পাগলা কানাই’। প্রকাশ করেছে জাতীয় সাহিত্য প্রকাশনী।

পাগলা কানাই বা কানাই শেখ আধ্যাত্মিক চিন্তা চেতনার সাধক। ১৮০৯ সালে যশোর জেলার ঝিনাইদহ মহকুমার লেবুতলা গ্রামে জন্মগ্রহণ করেন। দেহতত্ত্ব, জারি, বাউল, মারফতি, ধূয়া, মুর্শিদির মতো অসংখ্য গানের স্রষ্টা তিনি।

স্বভাব কবি পাগলা কানাইকে নিয়ে গবেষণা নির্ভর বই এটি। লেখক বইয়ে পাগলা কানাইয়ের জীবন নিয়ে আলোচনার পাশাপাশি জারিগান, ধুয়াজারি গান, এসব গানের দর্শন এবং পাগলা কানাই এর বেশ কিছু গানের স্বরলিপি অন্তর্ভুক্ত করেছেন। বইয়ে গানের সংখ্যা মোট ২৫টি।

সাক্ষাৎকারে বই নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের লোকশিল্প নিয়ে তার আগ্রহ ও পরবর্তী বই নিয়ে কথা বলেন।

গত ৩ মার্চ লেখকের সাক্ষাৎকার গ্রহণ করেন ফারহান মাসউদ।

লেখক লিংক: ফেসবুক