২০২২ বইমেলায় জি এইচ হাবীব অনুবাদ করেছেন ওয়েন্ডি ফরেস্ট এর ১৯৮৯ সালের বই, ‘রোজা লুক্সেমবার্গের জীবন’। প্রকাশ করেছে কথাপ্রকাশ।

সাক্ষাৎকারে জি এইচ হাবীব বইটি অনুবাদের জন্য নির্বাচনের কারণ, রোজা লুক্সেমবার্গের জীবন সহ আরো নানা বিষয় নিয়ে কথা বলেন।

পাশাপাশি এদেশের বই প্রকাশনা, বই পড়ার সংস্কৃতি, বইয়ের বিপণন এবং বর্তমান পরিস্থিতি পরিবর্তনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নিয়েও আলাপ করেন।

গত ২৪ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে অনুবাদকের সাক্ষাৎকার গ্রহণ করেন ফারহান মাসউদ।

লেখক লিংক: ফেসবুকরকমারি