এবারের বইমেলায় কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরের ২টি কবিতার বই প্রকাশিত হয়েছে। একটি, ‘কাপ্তেন, গভীর সমুদ্রে চলো’ এবং অন্যটি ‘বুদবুদ পর্যায়ের কবিতা’। প্রথমটি প্রকাশ করেছে পাঠক সমাবেশ আর পরেরটি প্রথমা।
মূলত কবির সাথে ‘কাপ্তেন, গভীর সমুদ্রে চলো’ বইটি নিয়ে আলাপ হয়। বইটি ছাড়াও কবির সমসাময়িক জীবন আর কাজ নিয়ে হয় আলোচনা।
গত ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলায় টোকন ঠাকুরের সাক্ষাৎকারটি গ্রহণ করেন শৈলী নাসরিন।
manna mehedi
সবসময় ভালো বলেন। দীর্ঘ বছরে কবিতা পাকতে পাকতে তাৎক্ষণিক বক্তব্যেও পাক ধরছে।