২০২২ বইমেলায় পাঠক সমাবেশ বের করেছে কিযী তাহ্‌নিন এর গল্পের বই ‘দেড় নম্বরি’। এটি তার চতুর্থ বই।

বইয়ের নাম নিয়ে প্রশ্ন করলে লেখক বলেন, “আমরা কলোনিতে বড় হওয়া। একসময় করতো কী একটা কাঠের বক্সের মধ্যে, হাতে বানানো স্নো পাউডার নেইলপলিশ কসমেটিকস লেসফিতা নিয়ে তারা ফেরি করে বেড়াত। এবং এই একটা সম্প্রদায়, তারা তো এক নম্বরি না, কারণ তাদের ট্রেড লাইসেন্স নাই।… এটা আসলে একটা প্রেমের গল্প। কিন্তু সেখানে দেড় নাম্বার কোথা থেকে আসল এটা নিয়ে গল্পটা। এই নামটা আমার ভাল লাগল দেখে এটাই বইয়ের নাম হয়ে গেলে।”

কাজ, সাহিত্য, নিজের লেখালেখি, বইপড়া সহ আরো নানা বিষয়ে ইন্টারভিউতে কথা বলেন।

‘দেড় নম্বরি’ বইটির বিষয়ে বলেন, এই বইটি একটি থিমে করা, সেটি হচ্ছে প্রেম। বইয়ে মোট আটটি গল্প আছে। এর আগের তিনটি বইয়ের মধ্যে প্রথমটি গল্পের বই (‘ইচ্ছের মানচিত্র’, ২০১৯), দ্বিতীয়টি বড় গল্প (‘আছে এবং নাই’, ২০২০) ও তৃতীয়টিও গল্পের বই (‘বুধ গ্রহে চাঁদ উঠেছে’, ২০২১)। এই তিনটি বইও প্রকাশ করেছে পাঠক সমাবেশ।

এর বাইরে তিনি কবিতা লেখেন। ভবিষ্যতে উপন্যাস লেখার ইচ্ছা আছে বলে জানান।

৮ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে লেখকের সাক্ষাৎকার নেন যাইয়ার আযান।

লেখক লিংক: ফেসবুক ।  রকমারি