এবছরের বইমেলায় মেলায় প্রকাশিত হয়েছে তানজিনা হোসেনের গল্পগ্রন্থ ‘এটা একটা প্রেমের গল্প হতে পারত’। প্রকাশক বাতিঘর।
তানজিনা হোসেন গল্পকার, পাশাপাশি সায়েন্স ফিকশন লেখেন। পেশাজীবনে তিন একজন ডাক্তার। এ পর্যন্ত তার ৫টি সায়েন্স ফিকশনের বই প্রকাশিত হয়েছে। গল্পের বইয়ের বাইরে তার এ বছরের সায়েন্স ফিকশন ‘বিউটি বোর্ডিং রহস্য’ প্রকাশ করেছে চৈতন্য প্রকাশন।
‘এটা একটা প্রেমের গল্প হতে পারত’ নামকরণ নিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, অফ ট্র্যাক গল্প নিয়ে বইটি সাজানো। সমাজ যেধরনের প্রেমের সম্পর্ক দেখতে চায় তা থেকে বেরিয়ে এসে সম্পর্কের অন্যান্য ধরনগুলি গল্পে এনেছেন তিনি। এছাড়া তার লেখালেখির শুরু, গল্পের বইয়ের বাজার, এদেশে সায়েন্স ফিকশন লেখকদের অবস্থাসহ আরো নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন।
গত ৮ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মেলাচলাকালীন লেখকের সাক্ষাৎকার নেন কাবেরী আজাদ।
Comments are closed.