এ বছর ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছে সাইমন জাকারিয়ার বই ‘বাল্মীকি রামায়ণের নতুন পাঠ: মহাকবির সমস্যা’। এটি তার লেখা ২৬তম নাটকের বই। বইটি প্রকাশ করেছে অন্যধারা প্রকাশন। প্রচ্ছদ করেছেন চারু পিণ্টু, এবং ভেতরের অলঙ্করণ করেছেন বলদেব অধিকারী।

সাইমন জাকারিয়া মূলত নাটক লেখেন। কাজের সূত্রে এবং ভালো লাগা থেকে। বাংলাদেশের বিভিন্ন নাট্যধারা এবং পুরাণ কাহিনি তাকে নাটক লিখতে অণুপ্রাণিত করে। সাহিত্যের অন্যান্য ধারার চাইতে নাটক লিখেই তিনি সব থেকে বেশি আনন্দ পান বলে জানান।

খ্রীষ্টপূর্ব দ্বিতীয় শতকে মহাকবি বাল্মীকি ‘রামায়ণ’ রচনা করেন। রাম, সীতা ও তাদের জীবনের নানান ঘটনা নিয়ে মহাকাব্যটি রচিত হয়েছিল। এই সময়ে এসে সেই গল্পগুলিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে চাওয়ার প্রয়াস তার এই নতুন নাটক।

সচরাচর সমাজে নারীদের ও নারী সংক্রান্ত ঘটনাগুলিকে যে দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয় তারই উদাহরণ ‘রামায়ণ’ বলে তিনি মনে করেন। এই দৃষ্টিভঙ্গির বাইরেও যে কাহিনিটিকে সম্পূর্ণ অন্যভাবে দেখা যায় তা-ই তিনি ‘মহাকবির সমস্যা’ নাটকের মাধ্যমে উপস্থাপন করতে চেয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলায় অন্যধারা প্রকাশনীর স্টলের সামনে ‘মহাকবির সমস্যা’ বই বিষয়ে লেখকের সাক্ষাৎকার নিয়েছেন শৈলী নাসরিন।

লেখক লিংক: ফেসবুকরকমারি