২০২১ এ প্রকাশিত উপন্যাস ‘শে’ নিয়ে এই বইমেলায় (২০২২) বই-পত্র ডটকমের সাথে কথা বলেছেন কবি ও লেখক কাজল শাহনেওয়াজ।

বইটি প্রকাশ করেছে উড়কি প্রকাশন।

এ পর্যন্ত কাজল শাহনেওয়াজের ৯টি কবিতার বই, ৪টি ছোটগল্পের বই, একটি সাক্ষাৎকার ও একটি উপন্যাস প্রকাশিত হয়েছে। তার প্রথম বই প্রকাশিত হয় ১৯৮৪ সালে।

সাক্ষাৎকারে লেখক তার লেখালেখি, প্রকাশিত বই, তার নিজের গল্প লেখার পদ্ধতি ও এই উপন্যাস নিয়ে কথা বলেন।

‘শে’ উপন্যাস নিয়ে তিনি বলেন, “গল্পের মূল বিষয়টাই হলো সময়।… তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পর থেকে, এই কাছাকাছি সময় পর্যন্ত। আপাতভাবে মনে হবে প্রেম আছে এর ভিতরে।…”

১৪ মার্চ ২০২২ লেখকের সাক্ষাৎকার নিয়েছেন জুবায়েদ দ্বীপ।

লেখক লিংক: ফেসবুক রকমারি