২০২২-এর বইমেলায় পাঠক সমাবেশ থেকে প্রকাশিত হয়েছে আমিনুল ইসলাম ভুইয়ার দুটি বই ‘সক্রেটিস: জীবন মৃত্যু দর্শন’ এবং ‘ইতিহাসের শিক্ষা: উইল ও অ্যারিয়েল ডুরান্ট’।
এর মধ্যে প্রথম বইটিতে লেখক সক্রেটিসের বিচিত্র ও ন্যায়পরায়ণ জীবন ও কর্ম, তার বিচার ও মৃত্যু ছাড়াও তার দার্শনিকতাকে তুলে ধরেছেন। আর দ্বিতীয় বইটি অনুবাদগ্রন্থ।
সাক্ষাৎকারে অনুবাদক তার লেখালেখি, অনুবাদ, এই দেশে দর্শনচর্চার অবস্থাসহ অন্যান্য বিষয়ে কথা বলেন। তিনি মনে করেন, এই দেশে দর্শনচর্চা বাড়ানোর জন্য বিজ্ঞানের লোকদের এগিয়ে আসা উচিত।
আমিনুল ইসলাম ভুইয়া ২০১৮ সালে অনুবাদে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। জন্ম গ্রহণ করেছেন নরসিংদীর বদরপুরে, ১৯৫৩ সালে। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এবং ১৯৮৬সালে যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটি থেকে নীতি বিশ্লেষণ-এ স্নাতকোত্তর ডিগ্রি নেন।
৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে তার সাক্ষাৎকার নেন ফারহান মাসউদ ও জুবায়েদ দ্বীপ।
লেখক লিংক: রকমারি
Comments are closed.