২০২২ বইমেলায় পাঠক সমাবেশ বের করেছে কবি তুষার দাশ-এর কবিতাগ্রন্থ ‘রাষ্ট্রপক্ষ ক্ষমতা-স্বপ্ন খুদ-কুঁড়া প্রাপ্তির দলিলাদি’। এটি তার সপ্তম কবিতার বই।
বইয়ের নাম নিয়ে জিজ্ঞাসার জবাবে তুষার দাশ বলেন, “যে কবি রাজনীতির সঙ্গে নেই, রাজনৈতিক নয়, তার কবিতাগুলা আস্তাকুঁড়ে চলে যাওয়া উচিত। একজন মানুষের সঙ্গে একজন মানুষের সম্পর্কটাও কিন্তু একধরনের রাজনীতি।” বইটিতে রাজনৈতিক কবিতা বাদেও, রাজনীতির বাইরের সাধারণ বিষয় নিয়েও কবিতা আছে।
সাক্ষাৎকারে কবি তার লেখালেখিতে রাজনীতি কীভাবে জায়গা করে আছে, তার কবিতাজীবন, প্রিয় কবি ও লেখক-কবিদের মিডিয়াতে ফোকাস পেতে চাওয়া সহ আরো নানা বিষয় নিয়ে কথা বলেন।
৮ মার্চ, ২০২২ সোহরাওয়ার্দী উদ্যান বইমেলায় তার সাক্ষাৎকার নেন কাবেরী আজাদ।
Comments are closed.