বইমেলা ২০২০ এ প্রকাশিত হয়েছে কবি শামসেত তাবরেজীর ‘বসা ভাতের ভৈঁরো’।

বইটি প্রকাশ করেছে বৈভব প্রকাশনী। এটি তার দশম কাব্যগ্রন্থ। বইয়ের ফ্ল্যাপে তার নাম এবং ছবি থাকলেও পরিচয় কেন নেই জানতে চাইলে তিনি বলেন, “আমার মনে হয় কি, পরিচয় কী বহন করে! মানে, আমি অনেক …২০ পৃষ্ঠা লিখলাম, তাতেই বা কী পরিচয় বহন করল!”

কবিতা লেখার পাশাপাশি তিনি ছবিও আঁকেন, বইয়ের প্রচ্ছদ করেছেন তার’ই আঁকা একটা ছবি দিয়ে। বইটি পাওয়া যাবে প্রকাশনীর অনলাইন পেইজে এবং রকমারিতে।

অমর একুশে গ্রন্থমেলার ২২ ফেব্রুয়ারি, মেলার পরে তিনি কথা বলেন বই-পত্র ডটকমের সঙ্গে। বইয়ের নাম, বিষয়, তার লেখালিখি নিয়ে বিশদ আলাপ করেন তিনি।

বই-পত্র ডটকমের পক্ষ থেকে তার সাক্ষাৎকারটি নিয়েছেন আয়মান আসিব স্বাধীন।


লেখক লিংক: ফেসবুকরকমারি