শিল্পী রহমান একজন কাউন্সেলর। অস্ট্রেলিয়ায় প্রবাসী। এ পর্যন্ত মানুষের সাইকোলজির উপরে ভিত্তি করে লেখা তার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে।

এ বছরে অন্বেষা প্রকাশনী থেকে তার দুটি বই বের হয়েছে। একটি ‘ধর্ষণ, ধর্ষক ও প্রতিকার’ এবং আরেকটির ‘উৎকণ্ঠাহীন নতুন জীবন’।

ফেব্রুয়ারির ২৬ তারিখে (২০২০) শিল্পী রহমানের ইন্টারভিউ নেন আয়মান আসিব স্বাধীন।

লেখক লিংক: ফেসবুক পেইজরকমারি